আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির নেতা নজরুল ইসলাম। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
নজরুল ইসলাম সদর উপজেলার ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগের ৫দিন পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র পদে ( স্বতন্ত্র প্রার্থী) হিসেবে মনোনয়নপত্র জম দিলেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা আব্দুল বারেক, জাহাঙ্গীর কবির, তাসেম আলী, আ.ক.ম শাহিদুল আলম বিশ্বাস পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান।
এদিকে বিএনপি’র আরো ৩ নেতা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে ( স্বতন্ত্র প্রার্থী) হিসেবে মনোনয়ন ফরম জামা দিয়েছেন। মেয়র পদে মনোনয়নপত্র জামাদানকারীরা হচ্ছেন সাবেক মেয়র মাওলানা মো. আব্দুল মতিন, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, শাহনেওয়াজ খান সিনা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর আর ভোটগ্রহণ হবে আগামী ২ নভেম্বর।
এবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ইভিএমে ভোট দিবেন ভোটারেরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ অক্টোবর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন> মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম