চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত


‘নগরীয় কর্মপন্থা প্রয়োগ করি, কার্বনমুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহসিন আলী, চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত সরকার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
সারাবিশ্বে প্রতিনিয়ত বেড়েই চলেছে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ। এতে বিপন্ন হচ্ছে পরিবেশ। বসবাস অনুপযোগী হয়ে উঠছে পৃথিবী। ১৯৭০ সালের তুলনায় ২০২১ সালে পৃথিবীর তাপমাত্রা ৮-১০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এর ফলে অ্যান্টার্কটিকা মহাদেশে বরফ গলে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। অন্যদিকে, বিভিন্ন প্রয়োজনে গাছপালা কাটা হচ্ছে বিশ্বব্যাপী। কলকারখানা বেড়ে যাওয়া কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান কারণ বলে  সভায় বক্তরা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ অক্টোবর, ২০২১