চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেন নাগরিক কমিটির সদস্য সচিব মনির


আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির। রবিবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। বিকালে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যলয়ে রিটানিং কর্মকর্তা মোতাওয়াক্কিল এর হাতে মনোনয়নপত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা, সদস্য আবু হেনা বাবলু, জেলা জাসদের সহ-সভাপতি নিয়ামুল হক, বাবর আলী, পৌর জাসদের সভাপতি আব্দুর সবুর, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি শামিম হোসেন, সাধারণ সম্পাদক তসিকুল রেজা খাঁন তনু, অর্থ সম্পাদক সাকলাইন মোস্তাক, পৌর ছাত্রলীগের সভাপতি আজগার আলী মানিক।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান,  সোমবার (১১ অক্টোবর) জমাকৃত মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২ নভেম্বর।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ অক্টোবর, ২০২১