শিবগঞ্জে র্যাবের অভিযানে বিদেশী মদসহ ২জন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর মিরাতালুক গোলাপ বাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাতে বিদেশী মদ ও বিয়ারসহ ২ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া গ্রামের মৃত শুকুর উদ্দিন এর ছেলে সাইফুদ্দিন (৫৫) ও মোবারকপুরের শিকারপুর মিরাতালুক গ্রামের এরফান আলীর ছেলে হযরত আলী (৩৭)।
র্যাবের এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদে ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর আশরাফুল ইসলামের নেতৃত্বে চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৯ বোতল বিদেশী মদ, ৬ বোতল বিদেশী বিয়ারসহ সাইফুদ্দিন ও হযরত আলীকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ সেপ্টেম্বর, ২০২১