চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ১৬ জন আটক


চাঁপাইনবাবগঞ্জে ডাঃ আঃ আ. ম. মেসবাউল হক  (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামের পূর্ব গ্যালারী  নিচ থেকে মঙ্গলবার জনসাধারনের সাথে অশোভন আচারন ও মাদক সেবন করার দায়ে ১৬ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে  শরিফ খামারু (৩৮), সাজেদুল ইসলাম (৫২), আব্দুল মোমিন (২০), হেলাল উদ্দিন(৩৫), জান্নাত (৪৬), সেলিম রেজা (৩৬), ফয়সাল উদ্দিন (৩৫), সুনীল সরকার (৪২), সেলিম রেজা (৩০), হেলাল (২৯), শ্রী গনেশ হলদার (২২), রাসেল (২৬), শ্রী ডালিম রবি দাস (২৫), রমজান আলী (৪২), রেজাউল ইসলাম (৪৫), রিয়াজ উদ্দিন (২৫)।
আটককৃতরা নাটোর, রাজশাহী,  চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
র‌্যাবের এক প্রেস নোটে জানায়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জে মেসবাউল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামের মেইন গেটের সামনে পূর্ব গ্যালারী  নিচে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক সেবন করার দায়ে ১৬ জনকে আটক করা হয়। এ সময়  গাঁজা ৫ গ্রাম, হেরোইন ৫ গ্রাম, গ্যাস লাইট ৫টি, গাঁজা খাওয়ার কলকী ৫টি ও ৩টি কেচি জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা  করা হয়েছে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ সেপ্টেম্বর, ২০২১