চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগে একজন ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গোলাপ বাজারের ‘মেসার্স আমিন এন্ড ব্রাদার্স’ এর স্বত্ত্বধিকারী মোঃ আমিনুল ইসলাম কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশের নির্দেশ প্রদান দেন ভ্রাম্যমান আদালত।
ভ্র্যাম্যমান আদালতের বিচারক শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাকিব আল রাব্বি জানান, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে সকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ‘মসার্স আমিন এন্ড ব্রাদার্স’ এর মালিক আমিনুল ইসলাম কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশের নির্দেশ প্রদান করা হয়। তিনি সে জরিমানা প্রদান করে নায্য দামে সার বিক্রির প্রতিশ্রæতি দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ সেপ্টেম্বর, ২০২১
অতিরিক্ত দামে সার বিক্রি > শিবগঞ্জে ব্যাবসায়ীকে জরিমানা