শিবগঞ্জে পাট জাগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাট জাগ দিতে দিয়ে আলম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর হাজারবিঘি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে বাড়ির পাশের পাগলা নদীতে পাট জাগ দিতে গিয়েছিলেন আলম। রাত ১০টা বাজলেও বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করতে থাকেন। কোথাও সন্ধান না পেয়ে রাতে পাগলা নদীতে আলমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। স্থানীয় আরও জানায়, আলম হৃদরোগে আক্রান্ত ছিলেন। স্বজনদের ধারণা- হৃদরোগে আক্রান্ত হয়ে কোন এক সময় তিনি মারা গেছেন। শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ সেপ্টেম্বর, ২০২১