শিবগঞ্জে মুজিববর্ষে ফলদ চারা বিতরণ
মুজিববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জনসাধারণের মাঝে বিনামূল্যে ফলদ চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপ শিবগঞ্জ জোনের উদ্যোগে তর্তিপুর আশ্রয়ণ কেন্দ্রে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, দূলর্ভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজিব রাজুসহ অন্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবদুর আওয়াল। শেষে তর্তিপুর আশ্রয়ণ কেন্দ্রে ফলদ চারা রোপণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ আগস্ট, ২০২১