চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার দায়ে ৮ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে কাজল আলী (২৪), মাহাবুব আলম (৩২), জেনারুল হক (২৯), আমিরুল ইসলাম(৪৮), নূরুল ইসলাম (৩০), রানা (৩০), রুহুল আমিন (৩০) ও বাবর আলী (৩৮)।
আটককৃতদের ৬ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াপাখিয়া ও ২ জন পাশের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৩২ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল রাণীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন বারান্দায় অভিযান চালাই। অভিযানে জুয়া খেলারত অবস্থায় ৮ জন জুয়াড়িকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ২সেট তাস, মোবাইল সেট ১১টি ও নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ আগস্ট, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার দায়ে ৮ জন আটক