বটতলাহাটে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে অগ্নিকান্ডে একজনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলাহাট এলাকায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে অগ্নিকান্ডে ঘটনায় রেবিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রেবিনা স্বামী আব্দুল ওয়াহাব (৪০) ও তাদের ছেলে আবু জাফর (১০) আহত হয়ে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিষ্টিটিটিউটে ভর্তি হয়েছেন।
পৌর কাউন্সিলর আব্দুল বারেক জানান,  শুক্রবার রাতে বটতলাহাট এলাকায় আব্দুল ওয়াহাবের বাড়িতে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে অগ্নিকান্ড ঘটনা ঘটে। এতে আব্দুল ওয়াহাব তার স্ত্রী রেবিনা আক্তার ও ছেলে জাফর (১০) আহত হয়। তাদের সকলকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সকলকে ঢাকায় নেবার পথে শনিবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে সাভারে গৃহবধু রেবিনা মৃত্যুবরণ করেন। তার স্বামী ও সন্তানকে বার্ণ ইনিষ্টিটিটিউটে ভর্তি করা হয়।
সদর থানার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাফফর হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ আগস্ট, ২০২১