শিবগঞ্জে সাড়ে ৮ হাজার ইয়াবাসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর পাঁকাটোলা এলাকা থেকে রবিবার রাতে ৮ হাজার ৪শ’ ২৮ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জগন্নাথপুর ডাগাটোলার সামায়ুন ইসলাম ওরফে বিয়নের ছেলে ওয়াসিম (১৯)।
র‌্যাবের এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের একবরপুর পাঁকাটোলা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৮ হাজার ৪শ’ ২৮ পিস ইয়াবাসহ ওয়াসিমকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯ আগস্ট, ২০২১