শিবগঞ্জ সীমান্তে গাঁজার গাছ ও ফেন্সিডিল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্তে অভিযান চালিয়ে গাঁজার গাছ ও ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৪ আগস্ট আড়াইটার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৫-এস হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাঘবাড়ী এলাকায় গাজার চাষ হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করে মোঃ শফিকুল ইসলাম এর বসতবাড়ীর ভিতরের আঙ্গিনা হতে বৃহৎ আকারের ১টি গাজার গাছ (৯ কেজি) আটক করা হয়। যার আনুমানিক মূল্য-৩১ হাজার ৫’শ টাকা। অভিযান পরিচালনাকালে মোঃ শফিকুল ইসলাম ভোলা (৩৫), পিতা-সমশের আলী, গ্রাম-বাঘবাড়ী, ডাকঘর-আডঘাডার হাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ পালিয়ে যায়।  এছাড়াও আরআইবি এর তথ্যের ভিত্তিতে একই দিন ৫.৪৫ ঘটিকায় শিয়ালমারা বিওপির নায়েব সুবেদার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৬/৪-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা কমিউনিটি কিনিক এর পূর্ব পার্শ্বে শিয়ালমারা হতে মালিকবিহীন ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সম হয়। আটককৃত ফেন্সিডিল এর আনুমানিক সিজার মূল্য-১৯ হাজার ৬’শ টাকা। উদ্ধার হওয়া গাঁজা ও ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ আগস্ট, ২০২১