সোনামসজিদ বন্দরে ৫’শ শ্রমিকের মাঝে করোনা টিকা প্রদান


চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পরিচালনায় বন্দরে ৫শ’ জন শ্রমিকের মাঝে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলামসহ বন্দর সংশ্লিষ্টরা
সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, বন্দরের ৫শ’ শ্রমিকদের মাঝে টিকা প্রয়োগ শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বন্দরে কর্মরত ৫ হাজার শ্রমিকসহ বন্দরের সংশ্লিষ্টকে টিকার প্রদানের আওতায় আনা হবে। যাতে করোনা প্রতিরোধ করা যায় এবং সোনামসজিদ স্থলবন্দর সচল থাকে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ জুলাই, ২০২১