চাঁপাইনবাবগঞ্জে ২০ হাজার পরিবার পাবে এরফান গ্রুপের ঈদ উপহার


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আবারও চাঁপাইনবাবগঞ্জে করোনায় কর্মহীন ২০ হাজার পরিবার পাবে এরফান গ্রুপের খাদ্য সামগ্রী । শুক্রবার বেলা ১১টার দিকে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ডের ৪শ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চত্বরে সমাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধনী  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা  মিজানুর রহমান মিজু।
এ  সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা।
করোনাকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ টি ওয়ার্ড ও সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের ২০ হাজার পরিবারকে চাল, আটা, আলু, মসুর ডাল, লাচ্চা সেমাইও চিনিসহ খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯ জুলাই, ২০২১