কঠোর বিধিনিষেধে জেলাজুড়ে ১১২ মামলায় ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের ৮ম দিনে গতকাল চাঁপাইনবাবগঞ্জে বিধিনিষেধ বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। কর্মসুচির অংশ হিসেবে জেলাজুড়ে সচেতনতামূলক কর্মসুচির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন জানান, জেলাজুড়ে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। এ সময় বিধিনিষেধ অম্যানকারীদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করা হয়। চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিধিনিষেধ অমান্যেও দায়ে মোট ১১২টি মামলা দায়ের করা হয় এবং এ থেকে ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক/ ৮ জুলাই, ২০২১