চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২৫ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। দুই ধরনের পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়। নতুন করে আক্রান্ত ২৫ জনের মধ্যে ১৬ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, ৫ জন শিবগঞ্জ উপজেলার, ৩জন গোমস্তাপুর উপজেলার ও ১ জন ভোলাহাট উপজেলার বাসিন্দা।
চাঁপাইনাববগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৯৪ জনের নমুনা পরীায় করোনা ধরা পড়েছে ৮ জনের দেহে। আর স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ২১৪ জনের নমুনা পরীায় ১৭ জন শনাক্ত হয়।
এদিকে, নতুন শনাক্ত ২৫ জন নিয়ে জেলায় এপর্যন্ত  ৪ হাজার ৫শ’ ৮২ শনাক্ত হলেন। আর সূস্থ হয়েছেন ৩ হাজার ৮শ’ ৯৭ জন।
তিনি আরো জানান, করোনার শুরু থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন ১শ’ ২৮ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ জুলাই, ২০২১