চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যর জেলা হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৩ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার, ২ জন ও ১ জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। মৃত ৩ জনের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। রবিবার ও সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানান, হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩ জন রোগী মারা যান। মারা যাওয়ারা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পৌল্লাডাঙ্গা ও নামোশংকরবাটি ১ জন করে ২ জন রয়েছে। আর শিবগঞ্জ উপজেলার ভবানিপুরে ১ জনের মৃত্যু হয়। ইতোমধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২১ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন।
চাঁপাইনাববগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রবিবার স্থানীয়ভাবে করা র্যাপিড এ্যান্টিজেন টেস্টে ২৫৬ জনের নমুনা পরীাায় ২১ জন শনাক্ত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ জুলাই, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু