শিবগঞ্জে ১লাখ ২৪ হাজার ভারতীয় সিগারেটসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী এলাকায় শুক্রবার ১ লাখ ২৪ হাজার ভারতীয় সিগারেটসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জে কালীগঞ্জের  নিজামউদ্দিনের  ছেলে কালাম (২২)।
র‌্যাব এক প্রেসনোটে জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে বিকালে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি অভিযানিক দল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ লাখ ২৪ হাজার ভারতীয় সিগারেটসহ কালামকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ জুলাই, ২০২১

,