‘‘প্রজননস্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে কাক্সিত জন্মহারে সমাধান মেলে’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলে রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের জেলা কনসালটেন্ট ডা. কাজি সাদেকুল বারীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগমসহ অন্যরা। শেষে পরিবার পরিকল্পনায় অবদান রাখায় ১০ জনকে সনদপত্র দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ জুলাই, ২০২১
শিবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে পালিত