চাঁপাইনবাবগঞ্জে শহরের বড় পাইকারি বাজার তহা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ও শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরতি মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি নেতৃত্বে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত তহা বাজারের দোকান ঘর পরিদর্শন করলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইনাডস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্য এরফান আলী, জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল হাকিম, পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান আরমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুল রেজা ইমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ।
পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দেন এবং তিপূরন আদায়ে ভুমিকা রাখার আশ্বাস প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ জুলাই, ২০২১
পুরাতন বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান ঘর পরিদর্শন করলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ