শিবগঞ্জে ৩টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকা থেকে শুক্রবার রাতে একটি বিদেশী পিস্তল, ২টি ওয়ান শ্যুটারগান, ১টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার মির্জাপুর বাঙ্গলপাড়ার সাদেকুল ইসলামের ছেলে বাবু হোসেন (২৬)।
র্যাবের এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদে ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শিবগঞ্জের ধুপপুকুর বাজারে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশী পিস্তল, ২টি ওয়ান শ্যুটারগান, ১টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ বাবু হোসেন কে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ জুলাই, ২০২১