চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত, নতুন মৃত্যু ৪ জন


চাঁপাইনবাবগঞ্জে করোনার মৃত্যুর মিছিলে নতুন করে ৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই দিন চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৩২ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
চাঁপাইনাববগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরটি পিসিআর পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ৭২ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১৪ জনের দেহে। এ ছাড়া স্থানীয়ভাবে করা র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টে ২১২ জনের নমুনা পরীায় ১৮ জন।
এদিকে, নতুন শনাক্ত ৩২ জন নিয়ে জেলায় এপর্যন্ত  ৩০৭৬ শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ১৮০০জন।   জেলাজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রোগি এখন ১২১০ জন।
ওই সূত্র আরো জানায়, শুক্রবার নতুন করে ৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মারা যাওয়া ৪ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  বাসিন্দা। তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। করোনার প্রথম ঢেউ অর্থাৎ গতবছরে করোনায় জেলায় মারা গেছিলেন ১৪ জন। আর দ্বিতীয় ঢেউ অর্থাৎ গত মাত্র প্রায় তিন মাসে মারা গেছেন ৫২ জন। এনিয়ে করোনায় চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত মারা গেলেন ৬৬ জন।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ জুন, ২০২১