চাঁপাইনবাবগঞ্জে নব নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন সড়কের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউজ সংলগ্ন নব নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বাংলার এই বীরশ্রেষ্ঠের নামে রাস্তার উদ্বোধন করেন জেলা প্রশাসক  মঞ্জুরুল হাফিজ।
জেলা প্রশাসকের আন্তরিক চেষ্টায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাস্তবায়নে নির্মাণ হওয়া এই সড়ক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, পৌরসভার প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, পৌর কাউন্সিলর আব্দুল বারেক, জিয়াউর রহমান আরমান, এনামুল হক।
এসময় সকল বীরশ্রেষ্ঠ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের রুহের মাগফেরাত কামনা ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ জুন, ২০২১