চাঁপাইনবাবগঞ্জে আমের ক্যারেটে হেরোইনসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সার্কিট হাউজ মোড় থেকে শনিবার আমের ক্যারেটে পাচারের সময় ৩শ’ ৫০ গ্রাম হেরোইনসহ ২জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া পশ্চিমপাড়ার সেত্তাজ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৭) ও একই এলাকার মোশারফ আলীর ছেলে নুরুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার সার্কিট হাউজ মোড়ে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় আমের ক্যারেটে লুকানো অবস্থায় ৩৫০ গ্রাম হেরোইনসহ দুই জনকে আটক করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬ জুন, ২০২১