চাঁপাইনবাবগঞ্জ বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি হাটপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে মেজবাউল হক মিশু (৪৫) ও শংকরবাটি সাজুরুদ্দিন মন্ডল পাড়ার -দাউদ আলীর ছেলে আব্দুর রহমান (৬০) ও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলীসাহাসপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে ফারজানা (১২)।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ঝড় ও বৃষ্টির সময় এই ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আহমেদ খাঁ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং এলাকায় বিকালে আম বাগানে আম পাড়ার সময় ঝড় বৃষ্টির শুরু হয়। এ সময় মেজবাউল ও আব্দুর রহমান বাগানের একটি বাথান বাড়িতে আশ্রয় নিলে ঘটনাস্থলে বজ্রপাত ঘটলে দু’জনে মারা যায়। এদিকে, ফতেপুর ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, ঝড় বৃষ্টির সময় বাড়ির সামনে হাস আনতে গিয়ে বজ্রপাতে মারা যায় ফারজানা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০জুন, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত