চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুয়া খেলার দায়ে ৪ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের কালিনগর সাবানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল হান্নান (৪২), একই এলাকার মন্টু আলীর ছেলে সাদ্দাম আলী (২৬), পারকেজিপুরের গুদর আলীর ছেলে সেলিম (৩৫) ও ভবানীপুরের রবিউল এর ছেলে জসিম (২২)।
র্যাবের এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শিবগঞ্জ উপজেলার ১৩নং ঘোড়াপাখয়িা ইউনয়িনের সতেররশিয়া ৯নং ওয়ার্ডের চাঁমাগ্রামের আলমের বসত বাড়ীর একটি ঘরের ভেতর অভিযান চালায়। এ সময় আসর বসিয়ে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় ৪ জনকে আটক করা হয়।
এসময় ২ সেট পুরাতন প্লেয়িং কার্ড, ১টি মোটরসাইকেল, জুয়ার ৪৭ হাজার ৪৯০ টাকা ও একটি প্লাস্টিকের চট উদ্ধার কর হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ জুন, ২০২১
শিবগঞ্জে জুয়া খেলার দায়ে ৪ জন আটক