চাঁপাইনবাবগঞ্জে চিনের তৈরী সিনোফার্মের টিকা প্রদান শুরু


চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধে দ্বিতীয় পর্যায়ে চিনের তৈরী সিনোফার্মের টিকা প্রদান শুরু হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার জেলা হাসপাতালে দ্বিতীয় পর্যায়ের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।
চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিার্থীদের টিকা দেয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিনে সরকারি নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইন্সটিটিউটের ২২ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাদিম সরকার, নার্সিং সুপারভাইজার মরিয়ম খাতুন, শিক, শিার্থী ও স্বাস্থ্যকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীদের দিয়ে টিকা প্রয়োগ করা হয়েছে। পরবর্তীতে সরকারী নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে ৬ হাজার জনকে এই টিকা প্রদান করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ জুন, ২০২১