চাঁপাইনবাবগঞ্জে ২০ জন শিক্ষার্থী পেল বাইসাইকেল


চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পিছিয়ে পড়া দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলসহ শিক্ষা উপকরণ ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এইসব বিতরণ করে উপজেলা প্রশাসন।
২০২০-২০২১ অর্থবছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ৩য় কিস্তির এই সব উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাস তসি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, মহিলা ভাই চেয়ারম্যান নাসরিন আখতার, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক মতু।
অনুষ্ঠানে জানানো হয়, মাধ্যমিক পর্যায়ের ১০ জন শিক্ষার্থীকে ৬ হাজার করে ৬০ হাজার টাকা, কলেজ ও তার ঊর্ধ্বের ১০ জনকে ৪ হাজার করে ৪০ হাজার টাকা প্রদান করা হয়।
অন্যদিকে ২০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেয়া হয়। অপরদিকে ১শ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, অভিধান ও ঠিফিনবক্স প্রদান করা হয়। এছাড়াও তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ জুন, ২০২১