সোনামসজিদ সীমান্তে ২ হাজার ইয়াবা ও ভারতীয় রুপিসহ ২ জন আটক


চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৮ পিস ইয়াবা ও ৯শ’ রুপিসহ ২ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার বালিয়াদিঘী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে জীবন আলী (৩০), একই এলাকার সাবির আলীর ছেলে সামিউল (২৫)।
রবিবার (১৩ জুন) রাত ৭টা হতে  সোমবার (১৪ জুন) ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি’র এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে সোনামসজিদ ও শিয়ালমারা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত মেইন পিলার ১৮৫/১৭-এস হতে আনুমানিক ৩৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ স্থলবন্দর জিরো পয়েন্টে জীবন হোটেল এন্ড রেষ্টুরেন্ট তল্লাশী করে ৯’শ ভারতীয় রুপি ও ভারতীয় সিম কার্ডসহ হোটেল মালিক জীবন আলী কে আটক করা হয়।  পরে হোটেলের পিছনে বেড়ারপাশে মাটির নিচে পুতে রাখা ২ হাজার ৮ পিস ইয়াবাসহ জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির তথ্যের ভিতিত্তে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে একই এলাকার সামিউলকে আটক করা হয়। অভিযানে আরো তিনজন পালিয়ে যায় বলে জানায় বিজিবি।
প্রেসনোটে আরও জানানো হয়, ভারতীয় মহিলা চোরাকারবারী সাবানা সাথে আসামী জীবন চোরাচালান করে থাকে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ জুন, ২০২১