২০টি অক্সিজেন সিলিন্ডারের পর জেলা হাসপাতালে ইসিজি মেশিন দিলেন আওয়ামী লীগ নেতা মোখলেস


২০টি অক্সিজেন সিলিন্ডার পর আবার চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে করোনা ইউনিটের জন্য একটি ইসিজি মেশিন  প্রদান করেছেন গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান।
রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হকের কাছে ইসিজি মেশিন  তুলে দেন গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক ও  জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ বিএমএ’র সভাপতি ডা. দুরুল হোদা ও সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, জেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. নাহিদ ইসলাম মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল মাসুদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।
এর আগে গত ৭ জুন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার, ৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ২০টি অক্সিজেন ফো মিটার, ১০টি ন্যাসাল ক্যানুলা, ২০টি অক্সিজেন ফেস মাস্কসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী প্রদান করেন গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ জুন, ২০২১