চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয়বারের মত চালু হলো ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’


আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয়বারের মত আমসহ সবজিজাতীয় পণ্য পরিবহনের জন্য  চালু হলো ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। ‘ম্যাংগো স্পেশাল’ নামের বিশেষ ট্রেনটি বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ জানান, ট্রেনটি আম ও অন্য সবজিজাতীয় পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকাল ৪ টায়। রাত ২ টায় ঢাকার কমলাপুরে পৌঁছাবে। চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে প্রতিকেজি আমের ভাড়া হবে ১ টাকা ৩১ পয়সা। অন্যদিকে রাজশাহী স্টেশন থেকে প্রতিকেজির ভাড়া হবে ১ টাকা ১৭ পয়সা। সপ্তাহে সাতদিনই চলাচল করবে বিশেষ এই ট্রেন। ঢাকায় কমলাপুর স্টেশনে আম নামিয়ে রাতেই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে।
ম্যাংগো স্পেশাল ট্রেনের পাঁচটি ওয়াগনে পণ্য পরিবহন করা হবে। প্রতিটি ওয়াগনে ৪০ টন করে মোট ২০০ টন আম পরিবহন করা যাবে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটি মাল তোলার জন্য থামবে আমনুরা, রহনপুর, কাঁকনহাট, রাজশাহী, হরিয়ান, সরদাহ, আড়ানী, আবদুলপুর স্টেশনে।
উদ্বোধন উপলে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনকে নতুন সাজে সাজানো হয়েছিল। ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ প্রান্তে উপস্থিত উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন শিমুল, সংরতি নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মঈনুদ্দিন মন্ডলসহ অন্যরা।
উল্লেখ্য, গতবছর আম মৌসুমে এই ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হয়েছিল। এবার দ্বিতীয়বারের মত উদ্বোধন হলো।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ মে, ২০২১