চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার দায়ে ৬ জন আটক
চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার দ্বারিয়াপুরে জুয়া খেলা দায়ে ৬ জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হচ্ছে, দ্বারিয়াপুর গ্রামের তানভীর আহম্মেদ সাগর (২১), মেরাজ (১৮), ফুয়াদ আলী (২১), শহিদুল ইসলাম (৩৯), হরিপুর গ্রামের হাসান আলী সজিব(১৯) ও বালিয়াঘাটার এলাকার সোহেল রানা (২৬)।
বুধবার রাতে দ্বারিয়াপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব এক প্রেসনোটে জানায়, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার দ্বারিয়াপুরে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা দায়ে ৬ জনকে আটক করা হয়।
অভিযানে ২ সেট পুরাতন প্লেয়িং কার্ড, ৪ গ্রাম গাঁজা, ৩টি কলকী ও ৭ হাজার ১৪৫ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬ মে ২০২১