চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২৬ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত ২৬ জন মধ্যে ১৫ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, ৩ জন শিবগঞ্জ উপজেলার ও ৮ জন নাচোল উপজেলার বাসিন্দা ।
এদিকে নতুন করে একদিনে ৪৬ জন শনাক্ত রোগিকে সূস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। সূস্থ ঘোষিতদের মধ্যে সদরের ৩৮,জন গোমস্তাপুরে ৮ জন রয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, মঙ্গলবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৪১ টি নমূনার পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে। এনিয়ে জেলায় ১১৩৮ শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৯৮৩ জন।
সিভিল সার্জন আরও জানান, জেলায় মারা গেছেন ২১ জন। জেলাজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রোগি এখন ১৩৩ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ মে ২০২১