শিবগঞ্জে ২টি বিদেশী পিস্তল, হেরোইন উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকা থেকে বুধবার রাতে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলিসহ ১ কেজি ৭শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি’র সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আমির হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্ত পিলার ১৮৩/৩ এস হতে ২০০ গজ বাংলাদেশের ভেতরের ১৯ বিঘা স্থানে বিজিবি’র ১৯ সদস্য অভিযান চালায়।  এ সময় চোরাকারবারীরা  মাদক ও অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলিসহ ১ কেজি ৭শ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ মে ২০২১

,