নাচোলে ট্রাক ও ধানকাটা শ্রমিকবাহী ভুটভুটির সংঘর্ষে ৩ জন নিহত


চাঁপাইনবাবগঞ্জের নাচোল-নওগাঁর আঞ্চলিক সড়কে ট্রাক ও ধানকাটা শ্রমিকবাহী ভুটভুটির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৭ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতরা সবাই একই এলাকার।
নিহতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলাল গ্রামের ইউনুস আলী’র ছেলে রেজাউল করিম (৪৫), একই গ্রামের পরিবত আলী’র ছেলে আব্দুল মালেক (৪০) ও জমিদারের ছেলে  লিটন (২৫)। আহতরা হচ্ছে- তসিকুল (২০), জাহিদুল (২০), সাহারুল (৪০), আব্দুল মান্নান (৫০), বুলবুল (৪০), আলাউদ্দিন (২৫) ও বশির (৪০)।
শনিবার সকাল ৮টার দিকে নাচোল উপজেলার ধানসুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ  ও স্থানীয়রা জানায়, নাচোল নওগাঁ সড়কের আড্ডা এলাকা থেকে ধানবোঝাই একটি ট্রাক নাচোলের দিকে আসার সময় নওগাঁর নিয়ামতপুরগামী ধানকাটা শ্রমিকবাহী ভটভটির সঙ্গে ধানসুরা সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা ১০ জন ধানকাটা শ্রমিক ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ফায়ারসার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে ৩ জন নিহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৫ মে ২০২১

,