ভারত থেকে আসা একজনসহ চাঁপাইনবাবগঞ্জে ১০ জনের করোনা শনাক্ত


ভারত থেকে আসা একজনসহ চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। ভারত ফেরত শনাক্ত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বঙ্গেশ্বরপুর গ্রামে। আক্রান্ত  মধ্যেই ৭ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, ২ জন গোমস্তাপুর উপজেলার ও ১ জন নাচোল উপজেলার বাসিন্দা ।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রবিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ১৭ টি নমূনার পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে। করোনার শুরু থেকে এনিয়ে জেলায় মোট ১১০৯ শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৯৩৭ জন। মারা গেছেন ২২ জন । জেলাজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রোগি এখন ১৫০ জন।
সিভিল সার্জন আরও জানান, ভারত ফেরত ব্যক্তি গত ১৮ এপ্রিল পার্শ্ববর্তী দেশ ভারতে থেকে দেশে ফিরে আসেন। দেশে আসার পর থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ১১ মে তার করোনা নমূনা নেওয়া হয়। গত ১৬ মে ভারত ফেরত ব্যক্তির করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল পার্শ্ববর্তী দেশ ভারতে থেকে আসা গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আরো একজনের করোনা শনাক্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ মে ২০২১