গণ পরিবহন চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল


করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে রবিবার চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ব্যান শ্রমিক ইউনিয়ন।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাবেক সভাপতি সাইদুর রহমান, বর্তমান সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম-সম্পাদক আব্দুল কাদের রাজন, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারওয়ারসহ শ্রমিক নেতা ও সাধারণ পরিবহন শ্রমিকরা।
সমাবেশে বক্তারা সরকারের ঘোষিত লকডাউন কর্মসুচির কারণে পরিবহন বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা বিপাকে পড়েছেন উল্লেখ করে দ্রুত গণপরিবহন চালুর দাবি জানান।  

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ মে ২০২১