চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের ৩টি অভিযানে মাদকসহ ৪জন আটক
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের পৃথক ৩টি অভিযানে ১ হাজার ৭০০ পিস ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন ও ৮০ বোতল বাংলা মদসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলস্টেশন প্রান্তিকপাড়া গোহালবাড়ীর মৃত আয়েশ উদ্দিনের ছেলে বাবু (৩৫), শিবগঞ্জ উপজেলার জঙ্গল্যাপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে ফারুক আহমেদ (২৮), একই উপজেলার বালুটুঙ্গি গ্রামের তহুরুল ইসলামের ছেলে আকবর আলি (৪০) ও ভোলাহাট উপজেলার শিকারি এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে আনিসুর রহমান ওরফে খালেক (৬০)।
সোমবার সকাল ও রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি ) ওসি বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ হাউসনগর গ্রাম থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ ফারুককে আটক করা হয়। অপরদিকে একই উপজেলার বালুটুঙ্গি গ্রাম থেকে ৫০০ পিস ইয়াবাসহ খালেক ও আকবরকে আটক করা হয়।
একইদিন পৌর এলাকার রেলস্টেশন প্রান্তিকপাড়ার একটি বাড়তে অভিযান চালিয়ে ৮০ বোতল বাংলামদ ও ৪৫ গ্রাম হেরোইনসহ বাবুকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।