চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ ২ জন আটক


চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমীর সামনে থেকে বুধবার বিকালে ফেন্সিডিলসহ ২জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে পারভেজ হাসান জুয়েল (২৪) ও একই গ্রামের সুখন আলীর ছেলে মাসুদ রানা (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এস.আই আসগর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শিল্পকলা একাডেমী সড়কে টোলঘর এলাকায় অভিযান চালিয়ে মটর সাইকেলে বিশেষ কায়দায় ফেন্সিডিল পাচারকালে জুয়েল ও মাসুদকে আটক করা হয়। এসময় তাদের মটর সাইকেলটি তল্লাসি করে ইঞ্জিন থেকে ৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২এপ্রিল ২০২১