চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরো ৩ জনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জ করোনার দ্বিতীয় ঢেউয়ে আরো ৩জনের মৃত্যু হয়েছে। মৃত্যু ৩ জনের মধ্যে সোমবার ২জন ও মঙ্গলবার ১ জন মারা গেছেন। মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের এক প্রতিবেদনে এ                                            তথ্য জানানো হয়েছে। এনিয়ে জেলায় মৃত্যুর মিছিলে যোগ হলো মোট ১৮ জন।
এদিকে নতুন করে আক্রান্তের যে হার তাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চিত্র উদ্বেগজনক। জেলাজুড়ে বর্তমানে আক্রান্ত মোট ১২৯ জন রোগীর মধ্যে ৯৭ জনই সদরের।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে আরো ৩জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মারা গেছেন ১৮ জন । চাঁপাইনবাবগঞ্জের ধান, চাউল মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক করোনায় মারা যাওয়ার ৫ দিনের মাথায় তার স্ত্রী শমীম আরা হকও করোনায় মারা যায়। মিসেস হক মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির পর সোমবার মারা যান, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বাসিন্দা জিল্লুর রহমান। সেই দিনই উপসর্গ নিয়ে ভর্তির পর রাজশাহী পাঠানো হলে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইজপুর বটতলা হাটের মতিউর রহমানের স্ত্রী রোকেয়া বেগম রাজশাহীতেই মারা যান।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, মোজাম্মেল হক ও তার স্ত্রী করোনায় মারা গেছেন। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরে একজন ও শিবগঞ্জ উপজেলায় একজন মারা গেছেন। দুইজনই করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরে তাদের দুইজনের করোনা পজেটিভ ধরা পড়ে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ এপ্রিল ২০২১