চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৮শ’ গ্রাম হেরোইনসহ ১জন আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাশিয়াডাঙ্গা এলাকা থেকে রবিবার দুপুরে ১ কেজি ৮শ’ গ্রাম হেরোইনসহ ১জনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা গোঠাপাড়ার এবরান আলীর ছেলে নাজির ইসলাম (২২)।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ১ কেজি ৮শ’ গ্রাম হেরোইনসহ আটক করে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ এপ্রিল ২০২১