চাঁপাইনবাবগঞ্জে আরো ১১ জনের দেহে করোনা শনাক্ত


২৪ ঘন্টায় আবারো চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে আক্রান্ত ১১ জনের মধ্যে ৮ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  ও ৩ জন ভোলাহাট উপজেলার বাসিন্দা।
এর আগে গতকাল বুধবার রাতে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ।
নতুন করে আক্রান্তের যে হার তাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চিত্র উদ্বেগজনক। জেলাজুড়ে বর্তমানে আক্রান্ত মোট ৭০ জন রোগীর মধ্যে ৫৬ জনই সদরের।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, বৃস্পতিবার সন্ধ্যার দিকে  রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ৪৮টি নমূনার পরীায় ১১জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে।
সিভিল সার্জন আরও জানান, করোনার শুরু থেকে এনিয়ে জেলায় মোট ৯০০ শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮১৬ জন। মারা গেছেন ১৪ জন । জেলায় চিকিৎসাধীন রোগি এখন ৭০ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্ত যে ৭০ জন রোগী রয়েছেন তার মধ্যে ৫৬ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার।
এদিকে শিবগঞ্জ ও নাচোল উপজেলার করোনা শনাক্ত হওয়ার পর আজ ভোলাহাট নতুন করে যুক্ত হলো ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ এপ্রিল ২০২১