চাঁপাইনবাবগঞ্জে ১১ জনের করোনা পরীক্ষায় ৪ জনের শনাক্ত
২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৪ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, ১ জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। জেলাজুড়ে বর্তমানে আক্রান্ত মোট ১৪২ জন রোগীর মধ্যে ১০৫ জনই সদরের।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, শুক্রবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ১১ টি নমূনার পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে। সিভিল সার্জন আরও জানান, এনিয়ে জেলায় ৯৭৬ শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮১৬ জন। এনিয়ে জেলায় মারা গেছেন ১৮ জন । জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১৪২ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ এপ্রিল ২০২১