চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার আরএস মার্কেটের “আপডেট টেলিকম এবং “সাদ টেলিকম” নামক ২টি মোবাইলের দোকানে অভিযান চালিয়ে অবৈধ ৭৫টি মোবাইল সেটসহ ২জনকে আটক করেছে র্যাব। আটককৃত হচ্ছে, শিবগঞ্জ বাজারের রেজাউল করিমের ছেলে সেলিম রেজা (৩০) ও শিবগঞ্জ পৌরসভার শেখটোলা কাশিবাটি মহল্লার মৃত একরামুল হকের ছেলে আরিফ (২৭)।
র্যাবের এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ পৌরসভার আরএস মার্কেট ২য় তলায় “আপডেট টেলিকম এবং “সাদ টেলিকম” নামক মোবাইলের দোকানে অভিযান চালায়। এ সময় “আপডেট টেলিকম দোকান থেকে ৫১টি ও “সাদ টেলিকম” দোকান থেকে ২৪টি ভারতীয় অবৈধ বিভিন্ন মডেলের মোবাইলসেটসহ ২ মোবাইল ব্যবসায়ীকে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ এপ্রিল ২০২১
শিবগঞ্জে অবৈধ ৭৫টি মোবাইলসেটসহ ২ জন আটক