রমজানে নিত্যপণ্য ক্রমাগত মূল্যবৃদ্ধির মূখে সহনীয় মাত্রায় রাখার আহবান ব্যবসায়ী নেতাদের


রমজানের আগেই সিন্ডিকেটের কবলে পড়েছে ডাল, ছোলা ও ভোজ্যতেলের বাজার। আসন্ন রমজান মাস সামনে রেখে চিনিসহ বাজারে বেশকিছু ভোগ্যপণ্যের দাম বেড়েছে, বেড়েছে  তেলের দামও। মুরগির দাম গত এক মাস ধরে হু হু করে বেড়ে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচে বেশি দামে অবস্থান করছে। এদিকে আবারও বেড়েছে কিছু কিছু চালের দাম। সব মিলিয়ে বাজারে শুরু হয়েছে দামের অস্থিরতা। তাই কঠোরভাবে বাজার নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা। এমন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর  প্রতিনিধিরা।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারস্থ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের সভাপতি এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চেম্বারের সহ সভাপতি আব্দুল হান্নান হানু, মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক লুৎফর রহমান ফিরোজ।
সভায় আসন্ন রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখাসহ ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তারা, করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে ব্যাবসা বাণিজ্য পরিচালনার আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/  ২০ মার্চ ২০২১