স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন


স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। শনিবার দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ পাওয়ায় র‌্যালি, আলোচনা, তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র, স্থানীয় উন্নয়নচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চ থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে একই জায়গায় এসে শেষ হয়।  
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিবুল ইসলাম, বিনা উপ কেন্দ্রের ড. হাসানুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ। কী নোট উপস্থাপন করেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসিন।
নাচোল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নে মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের চিত্র বিভিন্ন স্টলে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। মেলায় প্রায় ৫০টি স্টল রয়েছে।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, মেয়র আব্দুর রশিদ ঝালু খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্য ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজাসহ আরো অনেকে।
গোমস্তাপুর
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ব¡রে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
পরে উপজেলা পরিষদ চত্বরস্থ শহীদ স্মৃতি স্তম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খান, উপজেলা যুবলীগের সভাপতি রাশিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগর।
উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৯টি স্টল অংশগ্রহণ করেছে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ মার্চ ২০২১