চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার দায়ে ১৩ জন আটক


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ধুমিহায়াতপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে জুয়া খেলার দায়ে ১৩ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ধুমি হায়াতপুর চালপাড়া গ্রামের জমির বিশ্বাস (৪৩), একই ইউনিয়নের ধামার মোড় গ্রামের জাক্কার (৪০), একই এলাকার এলাম (৩০), রামচন্দ্রপুরহাট ডাল পাড়া গ্রামের  জামাল (৫৫), কৃষ্ণগোবিন্দপুর কাইটাপাড়া গ্রামের মনিরুল (৪০), উপর ধুমি হায়াতপুর গ্রামের আবুল কাশেম (৩৫), চক আলমপুর গ্রামের বাবু আলী (৩৪), একই গ্রামের নবিন (৩৮), পালোয়ান পাড়া গ্রামের আজিজুল (৩৬), একই গ্রামের আবুজার (৪২), ধুমি হায়াতপুর গ্রামের মাসির (৭০), একই গ্রামের ফয়েজ (৫০), শিবগঞ্জ উপজেলা নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের হান্নান (৫২)।  
র‌্যাব এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপর ধুমি হায়াতপুর গ্রামের ধৃত আবুল কাশেমের ইটের ছাপড়া ঘরে অভিযান চালায়।  এ সময় অভিযানে জুয়া খেলার দায়ে ১৩ জুয়াড়িকে আটক  করা হয়। অভিযানে জুয়া খেলার উপকরণসহ নগদ ৬৬ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক/ ০৫ মার্চ ২০২১