স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহানন্দা নদীর তীরে ঘুড়ি উৎসব


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন উপলে শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ব্রীজ সংলগ্ন বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে ঘুড়ি উড়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মহানন্দা নদীর তীরে জেলা প্রশাসনের আয়োজনে  ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের পত্নী রওনক আরা খানম। এ সময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, জেলা শিল্পকলা একাডেমীর কালচালাল অফিসার ফারুকুর রহমান ফয়সল সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা ও ঝান্ডি গান (খেলা) পরিবেশিত হয়। মনোমুগ্ধকর উৎসবে নানান আকার আকৃতি ও রং বেরং এর ঘুড়ি নিয়ে অংশগ্রহণ করেন প্রায় ৬০ প্রতিযোগী। যাদের বেশিরভাগই শিশু ও শিার্থী। সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে নান্দনিক সৌন্দর্যের ঘুড়ি নিয়ে অংশগ্রহণকারী ৩ জন এবং ঘুড়ি ওড়ানোয় দতার জন্য ৩ জনসহ দুই ক্যাটাগরিতে ৬ জনকে পুরস্কৃত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ মার্চ ২০২১