জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও ডিগ্রীসহ সকল পরীক্ষা পুর্ব ঘোষণা ছাড়াই স্থগিতের প্রতিবাদে আজ চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সমাবেশ থেকে পুনরায় পরীক্ষা চালুল দাবি জানানো হয়।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী তসিকুল রেজা খান, আসিফ ইয়াসির, মোহাম্মদ আলী, সুমন ফারুকী।
পরীক্ষা বন্ধ ঘোষণা করার তীব্র প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে আগামী ১০ মার্চের মধ্যে স্থগিত হওয়া পরীক্ষা গ্রহণ করতে হবে। আর তা না হলে আগের গ্রহণকরা ৫টি পরীরক্ষার ফলাফলের ভিত্তিতে ফলাফল প্রদান করতে হবে।
পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারক লিপি প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০২-২১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা স্থগিতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন