নাচোল পৌরসভার ভোট গ্রহণের তিন ঘন্টা পর ফলাফল প্রত্যাখ্যান করলো বিএনপি প্রার্থী


নির্বাচনের ভোট গ্রহণের ৩ ঘন্টা পর এবং রিটার্নিং কর্মকর্তার বেসরকারি ফলাফল ঘোষণার মাঝপথে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী মাসউদা আফরোজা হক শুচি।
বিএনপি প্রার্থী শুচি সন্ধ্যা ৭টার দিকে তার নাচোলের মাক্তাপুরস্থ নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন।
তিনি নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে অভিযোগ করেন, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ হলেও দুপুরের পর থেকে দৃশ্যপট বদলে যায়। তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। আবার যেখানে নির্বাচনের ভোট গ্রহণের শেষ সময় বিকেল চারটা সেখানে আমরা দেখেছি ফলাফল ঘোষণার আগে থেকেই সরকার দলীয় সমর্থকরা আনন্দ মিছিল করতে মেতে উঠেছে।
তিনি ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, নাচোল বিএনপি’র ঘাটি। কিন্তু নির্বাচনে ইভিএম কারচুপি করা হয়েছে। ইভিএম-এ ভোট গ্রহণে যে সময় লাগার কথা ছিল তা না দ্রুত ভোট গ্রহণ হওয়ায় এবং দ্রুত ফলাফলও ঘোষণা হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
 
সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম মজিদুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আবু তাহের খোকন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ বাবুসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০২-২১

,